ফের পরিবর্তিত হল এসএসসির ফলাফল ঘোষণার সময়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল রোববার (৩০ ডিসেম্বর )। দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। কিন্তু দীপু মনির নির্ধারিত সংবাদ সম্মেলন এক ঘণ্টা এগিয়ে এনে ১১টায় নির্ধারণ করা হয়েছে। বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এটি ১২টায় নির্ধারিত থাকলেও এক ঘণ্টা সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ ১১টায় তিনি বিস্তারিত ফলাফল তুল ধরবেন। বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারন করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হবে।এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২১ সালের এ পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Contents
এসএসসি রেজাল্ট ২০২১ কখন প্রকাশ করা হবে
সকল শিক্ষা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২১ পোস্টে আপনাকে স্বাগতম, ৩১ মে রবিবার বেলা ১১ টার পর প্রকাশ করা হবে, ২০২১ সালের মাধ্যমিক/ এসএসসি রেজাল্ট। এছাড়া মাধ্যমিক ফলাফল ২০২১ সহ সমমানের দাখিল ফলাফল ২০২১ এবং ভোকেশনাল ফলাফল ২০২১ প্রকাশিত হবে। গতবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিলো ৮২ দশমিক ২০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিলো ১ লাখ ০৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। তার আগের বছর ছাত্রের তুলনায় ১.৫৩% ছাত্রী বেশি পাস করেছিলো।
এসএসসি রেজল্ট ২০২১ কীভাবে দেখব
# ধাপ ১: আপনার ব্রাউজার বা উপর থেকে ক্লিক করে SSC Result
অথবা www.educationboardresults.gov.bd সাইটে ঢুকে পড়ুন। যেটা নতুন ট্যাবে ওপেন হবে।
( উপরের ছবিতে ক্লিক করার পর নতুন ট্যাব ওপেন হবে ফলে রেজাল্টের জন্য সেই ট্যাবে চলে যান)
# ধাপ ২: একটু নিচের দিক এসে পরীক্ষার” বিকল্প থেকে এসএসসি / দাখিল নির্বাচন করুন।
# ধাপ ৩: আপনার পরীক্ষার বছর হিসাবে 2021 সিলেক্ট করুন।
# ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৫: পরবর্তী দুটি বাক্সে আপনার এসএসসি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন সংখ্যা লিখুন।
# ধাপ ৬: নিরাপত্তা বিশিষ্ট গণিত সমাধান করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
# ধাপ ৭: আপনার এস এস সি রেজাল্ট দেখাবে।
অফিসিয়াল পদ্দতি ২
# ধাপ ১: আপনার কম্পিউটার বা ফোনের ব্রাউজার থেকে থেকে দেশের ওয়েব বেজড পাবলিকেশন সিস্টেম https://eboardresults.com এ ঢুকে পড়ুন।
# ধাপ ২: “পরীক্ষার Examination” বিকল্প থেকে এসএসসি SSC/Dakhil/ Equivalent নির্বাচন করুন।
# ধাপ ৩: আপনার পরীক্ষা বছর হিসাবে 2021 সিলেক্ট করুন।
# ধাপ ৪: এখন আপনার বোর্ডের নাম নির্বাচন করুন।
# ধাপ ৬: রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল individual অপশন সিলেক্ট করুন। ( আর যদি কোন স্কুলের সব রেজাল্ট চান তাহলে ইন্সটিটিশন বা আরো অপশন সিলেক্ট করতে পারেন)।
# ধাপ ৭: আপনার এস এস সি রেজাল্ট দেখাবে।
»» এসএমএস পদ্ধতি (০৪)
এসএমএস দ্বারা আপনার এসএসসি রেজাল্ট ২০২১ মোবাইল ফোন থেকে পেতে পারেন।এস এস সি রেজাল্ট দেখার দ্রুত ও সহজ মাধ্যম হলো এম.এস.এস । বাংলাদেশ সব মোবাইল অপারেটর দ্রুত ডেলিভারি করে থাকে এস.এস.সির ফলাফল। প্রথমে মেসেজ অপশনে যেতে হবে এবং SSC <স্পেস> আপনার বোর্ড নাম (প্রথম তিনটি অক্ষর )<স্পেস> রোল নং <স্পেস> 2020 এএবং 16222 নম্বরে পাঠাতে হবে।
For Example: SSC<Space>DHA<Space>153630<Space>2020 send to 16222
আপনাদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত নাম দেয়া হলোঃ
Dhaka Board= DHA, Barisal Board=BAR, Sylhet Board = SYL, Comilla Board = COM, Chittagong Board = CHI, Rajshahi Board = RAJ, Jessore Board = JES, Dinajpur Board = DIN, Madrasah Board = MAD, Technical Board= TEC.
এসএসসি পরীক্ষার ফলাফল ২০২১
এস এম এস এর মাধ্যমে দাখিল পরীক্ষার ফলাফলঃ
মেসেজ অপশনে গিয়ে SSC অথবা DAKHIL লিখে স্পেস দিয়ে টেকনিক্যাল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে SSC TEC 123456 2020
লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট ২০২১
# http://www.educationboardresults.gov.bd/ ভিজিট করুন।
#ssc(vocational) সিলেক্ট করুন।
#২০২১সিলেক্ট করুন
#বোর্ড এর নাম টেকনিক্যাল নির্বাচন করুন।
#রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখুন
# অংকের যোগফল লিখুন। যেমন (৫+৪=৯)
# Submit বাটনে Click দিয়ে রেজাল্ট দেখুন।
SMS এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের এস এস সি রেজাল্ট দেখার নিয়মঃ
উদাহরণ: টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে SSC TEC 123456 2021
লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এস এস সি ফলাফলঃ
SMS এর মাধ্যমে বাউবি এসএসসি ফলাফল পাওয়ার জন্য আপনার ফোনের এসএমএস অপশনে গিয়ে লিখুনঃ
bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক অপারেটর থেকে ২৭০০ এবং অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ এ পাঠিয়ে দিন।